উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং ফৈজাবাপের পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার পরিচালনা কমিটি গঠিত হয়েছে। উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন কে সভাপতি ও ভালুকিয়ার পল্লী চিকিৎসক হাফেজ আহমেদ পুতুকে সাধারণ সম্পাদক করে এলাকার মান্যগন্য ও মুরব্বিরা এ কমিটি ঘোষণা করেন।
গতকাল ১৯ মার্চ রোজ শনিবার এশার নামাজের পর, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আলহাজ্ব খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন এর পরিচালনায়, পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। আলোচ্য বিষয়ের উপর মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সকলেই গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।
বিগত বছরের আয়/ ব্যায়ের হিসাব প্রদান করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
পরে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়, উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে সভাপতি, হাফেজ আহমদ পুতু সাধারণ সম্পাদক ও শমসের আলম মিস্ত্রিকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য ২০১৭ সালে গঠিত কমিটিতে মাওলানা আলহাজ্ব খলিলুর রহমান সভাপতি, ইমাম হোসেন সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম সওদাগর কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছিল।