এম ফেরদৌস ( উখিয়া-কক্সবাজার) ::
উখিয়া করইবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
আটককৃত হলেন করইবনিয়ার নামকরা মাদককারবারী সৈয়দ আলমের ছেলে মোঃ হোছন (২৫)।
উখিয়া থানার তিন চৌকস অফিসার এস আই আল আমিন,এ এস আই হাসানুজ্জামান, এ এস আই রাজীবের যৌথ অভিযানে তাকে আটক করতে সাক্ষম হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বিষয়টি অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রেস রিলিজের মাধ্যামে নিশ্চিত করেছেন।