এম ফেরদৌস ( উখিয়া-কক্সবাজার )::
উখিয়ায় ১৫ লক্ষ টাকার মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন ১৯ নং ক্যাম্পের ১৫/সি ব্লকের মৃত হাকিম আলীর ছেলে শফি আলম (৪৫) ও ১১ নং ক্যাম্পের ৩/সি ব্লকের মৃত সৈয়দ আহম্মদ এর ছেলে বশর (৩২)।
বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, ক্যাম্প-১৯, সি/১৫ ব্লক থেকে আটককৃত শফি আলমের বসতঘর হতে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এ মাদকের সাথে জড়িত থাকায় দুই ২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদেরকে জব্দকৃত মাদকসহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।