এম ফেরদৌস ( উখিয়া-কক্সবাজার)::
উখিয়া জালিপালং ইউনিয়নের রুপপতি এলাকার মেরিড্রাইভ সড়কে ট্রাক দুর্ঘটনায় ৫ জন আহত এবং একজন নিহত হয়েছে। তৎক্ষানিত আহত ৫ জনের পরিচয় পাওয়া যায়নি তবে নিহত পেঠান আলী নামে এক ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে।
নিহত পেঠান আলী উখিয়া রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার গুরা মিয়ার ছেলে।
শনিবার ( ৯ এপ্রিল) রাত ১১ টার দিকে উখিয়া-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রুপুপতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিবার সুত্রে জানা যায়, পেঠান আলী পেশায় একজন পান ব্যবসায়ি। সে নিয়মিত শাপলাপুর থেকে পান ক্রয় করে চট্রগ্রাম ও ঢাকা শহরে বিক্রি করে। এর পেক্ষিতে সে আজ সকালে শাপলাপুর থেকে পান ক্রয় করে ট্রাক লোড করে শহরে নিয়ে যাওয়ার উদ্যশ্যে রওনা দিয়ে মেরিনড্রাইভ সড়ক দিয়ে যাওয়ার পথে রুপপতি এলাকায় ড্রাইভারের অদক্ষ ও বেগতিক গাড়ি চালায় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া ইনানী পুলিশ পাড়ির ইনচার্জ অলিউর রহমান সত্যতা স্বীকার করেন এবং তিনি জানায় লাশ থানায় হস্তান্তর করে মর্গে পাঠানোর ব্যবস্থা চলমান রয়েছে।