উখিয়ায় কেন্দ্রীয় ফেমাস সংসদের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৯ এপ্রিল) উখিয়ার অভিজাত হোটেল বাসমতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, অপসংস্কৃতি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে এই সংগঠন অনন্য ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ২৭ বছর ধরে এই সংগঠন পুরো উখিয়া উপজেলায় সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশ্বাস ও জনকল্যাণমূলক কাজে সরকারের অংশ হিসেবে সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত এই কেন্দ্রীয় ফেমাস সংসদের সদস্যরা সমাজ পরিবর্তনে প্রেরণা জোগাবে, এটাই সংগঠনের মূল লক্ষ ও উদ্যেশ্য ।
উখিয়া ফেমাস সংসদের সভাপতি হুমায়ুন কবির জুসানে সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, বিশেষ অতিথি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া বিএমএসএফের আহবায়ক ও সাহিত্যও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চুসহ অনেক মান্যগণ্য ব্যাক্তিবর্গরা।