বাংলাদেশ কৃষকলীগ সুবর্ণ জয়ন্তী (৫০তম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রুবার ( ২২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে উখিয়া সরকারী প্রাইমারি স্কুলের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উখিয়া উপজেলার কৃষকলীগ নেতা আমির হোসেন আনোর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে।
ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতীকিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রায় বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ নেতা শাহা আলম,রতন বড়ুয়া,রাজাপালং ইউনিয়ন কৃষকলীগ নেতা ইব্রাহিম খলিল,আবুল কালাম, হামিদুল হক হামিদ,হলদিয়া পালং ইউনিয়নের কৃষকলীগ নেতা মাহমুদুল হক,আব্দুল করিমসহ বিভিন্ন নেতাকর্মীরা।