উখিয়া কোটবাজার টু ভালুকিয়া সড়কে দীর্ঘদিনের যাত্রী হয়রানি ও সিএনজি ভাড়ার নৈরাজ্য বন্ধ করলেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।
সকাল ৬ (ছয়) টা থেকে সন্ধ্যা ৬ ( ছয়) টা পর্যন্ত ১০ টাকা ও
সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ১৫ টাকা নির্ধারণ।
রবিবার ( ১৯ জুন) কোটবাজার সিএনজি সমিতির কার্যালয়ে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা ও সিএনজি সমিতির সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে ভাড়া নৈরাজ্যের এ সমস্য সামাধান করা হয়।
জানা যায়, পাহাড় সমান অভিযোগের মধ্যদিয়ে চলচিল কোটবাজার থেকে ভালুকিয়া হারুন মার্কেটগামী সিএনজি ভাড়া নিয়ে। কখনো ২০ বিশ টাকা কখনো ১৫ টাকা যখন যেভাবে হাকিয় নেওয়া যায় সেই লক্ষে এ সড়কে ড্রাইভাররা যাত্রীদের থেকে ভাড়া আদায় করে নিতো। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা চেয়ারম্যান বরাবর অভিযোগ করলে গত রবিবারে সিএনজি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক বৈঠকের মাধ্যমে এ সমস্য সামাধান করা হয়।
এ বৈঠকে বর্তমান সিএনজি ভাড়ার মূল্য নির্ধারণ হয়, সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১০ টাকা, আবার সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ১৫ টাকা ভাড়া নির্ধারণ করে উপজেলা নির্বাহী অফিসার ও সিএনজি সমিতির অবগতির জন্য আবেদন করা হয়।