উখিয়া কুতুপালং বাজারে শতবছরের ভোগ দখলীয় জমি দিনদুপুরে কিছু দুর্বৃত্তরা এসে দখল করার পায়তারা চালাচ্চে বলে অভিযোগ তুলেছে নুর জাহান নামে এক মহিলা। এ নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ ও দায়ের করেন তিনি।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃত ফকির আহমদের বাপ দাদার ভোগ দখলীয় জমিন তার ওয়ারিশগন নুর জাহান ও ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
রোহিঙ্গা আসার পর থেকে কুতুপালং কেন্দ্রীক জায়গাগুলো দাম বেড়ে যাওয়াই কিছু অসাধু ব্যাক্তিদের প্ররোচনায় পড়ে স্থানীয় প্রভাশালী ব্যাক্তি বিকাশ আলী, জহির আলম, মোঃ রুবেল আরো ১০/১৫ জনের একটি সিন্ডিকেট পরস্পর দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় বসবাসরত ভিটার লাগোয়া কিছু অংশ জমি জোরপূর্বক দখল করার জন্য উঠে পড়ে লেগে।
গত মঙ্গলবার ( ২১ জুন) আনুমানিক ১১ টার দিকে তাদের একটি সংঘবদ্ধ দল এসে অতর্কিত অবস্থায় হামলা চালিয়ে নুর জাহান ও তার ছেলে মেয়েদের উপর আঘাত করে জমি দখলে নিতে চাইলে, তাদের বাধা প্রদান করায়, পরিবারের সকলের উপর দা,লাঠি দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে চলে যায়। এই মর্মে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
সরেজমিন পরিদর্শনের পর বিস্তারিত আসবে….
চলমান প্রতিবেদন – ১